[english_date]।[bangla_date]।[bangla_day]

ফরিদপুরে জেলা মহিলা আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি, ফরিদপুর

 

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ।

 

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান ও মাইনুদ্দিন আহমেদ মানু, দফতর সম্পাদক অনিমেষ রায়, শিল্প বিষয়ক সম্পাদক দিপক কুমার মজুমদার, জেলা যুবলীগের সভাপতি জিয়াউল হাসান মিঠু, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার লক্ষণ, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের বিপ্লব রেজা, আলফাডাঙ্গা থানা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ। সভায় জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মি এতে যোগ দেয়।

 

সভায় প্রধান অতিথি মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিয়েছিল খুনীরা। দেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল তারা। ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই সব শেষ করে দিতে পেরেছে। কিন্তু ওরা জানত না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

 

মাহমুদা বেগম কৃক বলেন, ১৫ আগস্ট এক বেদনাবিধুর অধ্যায়। এদিন আমরা বাংলাদেশের স্থপতিকে হারিয়েছিলাম। সেদিন সামান্যতম রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়নি এ মহান নেতার বিদায় লগ্নে বেজে ওঠেনি করুণ সুরের বিউগল। মাহমুদা বেগম কৃক বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব শীর্ষ নেতার ওপর হামলার সঙ্গে তারেক রহমান জড়িত ছিলেন। হাওয়া ভবনে বসেই গ্রেনেড হামলার ষড়যন্ত্র হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *