দৈনিক বাংলার প্রত্যয়ের সহ সম্পাদক নিবাস ঢালী’র আজ শুভ জন্মদিন। তিনি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলার প্রত্যয়ের সহ-সম্পাদক হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক বাংলার প্রত্যয়ের দিক নির্দেশক ও পরিচ্ছন্ন শুদ্ধ ব্যক্তি । তিনি বর্তমান সময়েৱ একজন মডেল , সততা, নিষ্ঠার মাইল ফলক । এবং একজন সংগঠক । দৈনিক বাংলার প্রত্যয় পরিবারের এক পথ পদর্শক । আপনার জন্মদিনে দৈনিক বাংলার প্রত্যয় পরিবার থেকে সৃষ্টিকর্তার নিকট আশীর্বাদ করি । আপনি আমাদের আশা-আকাঙ্ক্ষার পথিক হয়ে বেঁচে থাকবেন সারা জীবন ধরে । আমাদের স্বপ্ন আমাদের আশা আপনার অনুপ্রেরণায় গতি ফিরে পাবে। দৈনিক বাংলার প্রত্যয় পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছে ।
Leave a Reply