নিজস্ব প্রতিবেদকঃ

কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে যশোর হত্যাকাণ্ড দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের উদ্যোগে রোববার বিকেলে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন ও প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।
এছাড়া ১৯৯৯ সালের ৬ মার্চ উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, এক মিনিট নিরবতা পালন ও শপথ বাক্য পাঠ করা হয়েছে।উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম সভাপতি‡ত্ব বক্তব্য b,উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, সাংবাদিক দীলিপ মোদক, পরিত্রাণের প্রকল্প কর্মকর্তা উজ্জল কুমার দাস প্রমুখ। প্রতিবাদী সংগীত পরিবেশন করেন তন্ময় রায়, কাব্য চক্রবর্ত্তী ও জিৎ সেন।উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ ঐতিহাসিক যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপণী দিনে বাউল গানের আসরে দুই দফা বোমা বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক প্রাণ হারানোর পাশাপাশি আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন। এ ঘটনার রহস্য উদঘাটন ও বিচার আজও হয়নি।
Leave a Reply