নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার।
বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান ও সঞ্জিত কুমার দের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তানবীর হাসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী আব্দুল মবিন প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ ইকবাল ডনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply