নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রমজান হোসেন
ময়মনসিংহ, হালুয়াঘাট, থেকেঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২১-২০২২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও নাবী পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। (০৯ সেপ্টেম্বর ২০২১)ইং বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে সার, বীজ ও নগদ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত সার, বীজ ও নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হুমায়ুন কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মতিউর রহমানসহ
উপকারভোগী কৃষকগণ।
Leave a Reply