[english_date]।[bangla_date]।[bangla_day]

হাওড়ার শিশু হোমে যৌন নিগ্রহের জেরে গ্রেফতার তৃনমূল দলের নেত্রীর পুত্রবধূ সহ, ৯,জন।

নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

হাওড়ার শিশু হোমে যৌন নিগ্রহের জেরে গ্রেফতার তৃনমূল দলের নেত্রীর পুত্রবধূ সহ, ৯,জন।

পশ্চিম বাংলার হাওড়া জেলার সালকিয়ার করুণা ওয়েস্ট উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে পরিচিত এই হোমে ছোট শিশুদের কেনাবেচার কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এর পর দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিশুদের বিক্রি করে দিত এই হোম থেকে। এমন অভিযোগ ছিল। তার মধ্যে অভিযোগ আসে হোমের ছোট শিশুদের উপর যৌন নির্যাতনের শিকারের ঘটনা। নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু এই হোমের মালিক পশ্চিম বাংলার বর্তমান শাসক দলের নেত্রী ও হাওড়া পৌরসভার সাবেক ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারীর পুত্রবধূ শ্রীমতী গীতাশ্রী অধিকারীর নামে ছিল। তিনি হোমের মালিক। গত বিধান সভা নির্বাচনে হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র শ্রীমতী মিনতি অধিকারী শাসক তৃনমূল দলের বিপক্ষে গিয়ে বিজেপি কে সাহায্য করে ছিল। সেখান থেকে দূরত্ব বাড়তে থাকে তৃনমূল দলের সাথে মিনতি অধিকারীর। কিন্তু পুলিশ লক্ষ রাখছিল হোমের উপর। গতকাল গভীর রাতে আচমকা হানা দেয় হোমে এবং ওখান থেকে গ্রেফতার করা হয় দায়িত্ব পালন করা অফিসারদের। এবং পরে হোমের মালিক শ্রীমতী গীতাশ্রী অধিকারী কে গ্রেফতার করে হাওড়া জেলার পুলিশ। আজ অভিযুক্তদের হাওড়া জেলা জজকোর্টে তোলা হবে। এবং পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন বলে জানা গেছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *