[english_date]।[bangla_date]।[bangla_day]

হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর দুই উপজেলার ২১ টি ইউনিয়নে রাত পোহালেই ভোট!

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়নে রাত পোহালেই ভোট!

মঙ্গলবার (০৪ ডিসেম্বর ২২)ইং চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নির্বাচন কমিশন সুত্রে জানা যায় দুই উপজেলা বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার – প্রচারাণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।ইতিমধ্যেই দুই উপজেলায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন ( ১ শত ৯৮ জন সদস্য ) বিজিবি!

দুই উপজেলার ২০৫ টি কেন্দ্রে ভোটের দিন মোতায়েন থাকবে ১২ শত ৯৭ জন পুলিশ ও ৩ হাজার ৪ শত ৮৫ জন আনসার ( মহিলা ও পুরুষ ) সদস্য এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মোবাইল – স্ট্রাইকিং ফোর্স!

পাশাপাশি মোতায়েন থাকবে কয়েকটি প্লাটুন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টিম ) এছাড়াও ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে! জেলা নির্বাচন অফিস সূত্র জানায়
চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়নে ৪৮ ও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন । এছাড়াও চুনারুঘাট উপজেলার ৯০ টি সাধারণ ওয়ার্ডে ৪১৪ ও ৩০ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬১ এবং মাধবপুর উপজেলার ৯৯ টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন । দুই উপজেলার প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ( অতি গুরুত্বপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *