নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ঃঃ
মানব মুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়িত
পিকেএস এফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে গত ২৮ই নভেম্বও ২০২১
ইং তারিখে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের মানব
মুক্তিসংস্থার তেঘুরি শাখা অফিসে ফ্রি “স্বাস্থ্য ক্যাম্প” (মুখ ও দন্ত) অনুষ্ঠিত
হয়। স্বাস্থ্য ক্যাম্পটি মোঃ আবুল মুনসুর ফকির সমিদ্ধি কর্মসূচী
সমন্বয়কারীর সঞ্চালনায় ক্যাম্পটি উদ্ভোধন করেন ঘোরজান ইউনিয়নের দক্ষিণ
তেঘুরী সিবিও সভাপতি মোঃ ময়নুল হক । স্বাস্থ্য ক্যাম্পে ০২ জন অভিজ্ঞ মুখ ও দন্ত
বিশেষজ্ঞ বি,ডি,এস, ডাক্তার দ্বারা ঘোরজান ্উনিয়নের ২৯ জন পুরুষ,৯৯ জন
মহিলা, ২২ জন শিশু সহ মোট ১৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা
প্রদান করা হয় । তার মধ্যে ১৩৭জন দরিদ্র ও অসহায় রোগীকে ফ্রি ঔষধ বিতরণ করা
হয় । তাছাড়া উক্ত স্বাস্থ্য ক্যাম্পে আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহাদৎ হোসেন
শাখা ব্যবস্থাপক, সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্যকর্মকর্তা মোছাঃ রহিমা সহ মানব
মুক্তি সংস্থার বিভিন্ন কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও চিকিৎসা
সেবা নিতে আসা অগনিত পুরুষ ও মহিলাগণ।
Leave a Reply