[english_date]।[bangla_date]।[bangla_day]

স্কুল খোলায় শিক্ষার্থীদের মুখের হাসি যেন ঈদের খুশি।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্রগ্রাম) প্রতিনিধি।

 

‘দীর্ঘ প্রায় দেড় বছর পর আবারও কলেজে যাব, ভাবতেই ভালো লাগছে। খুশিতে কেন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বই–খাতা, কলেজ ড্রেস সব রেডি করেছি। এখন অপেক্ষা করছি, কখন কলেজে যাওয়ার সময় হবে।

 

দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলায় শিক্ষার্থীদের মুখে হাশসর ফুলঝুরি, এ হাসি ঈদের খুশিকে হার মানায়।আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন করে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে আজ।প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্টারগার্ডেনসহ দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু করেছে।

 

শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে রবিবার(১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা, ফুলদিয়ে বরণ ছাড়াও সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানর শ্রেণিকক্ষ।

 

সরজমিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখাযায,শিক্ষার্থীদের আগমন উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে হয় ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় ১১০ টি প্রাথমিক বিদ্যালয়,২৫ টি মাধ্যমিক বিদ্যালয়,৩ টি কলেজ, ১১ টি মাদ্রাসা ও কিন্টারগার্ডেনসহ দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ২৮ হাজার ৫০০ এবং প্রাথমিক পর্যায়ে প্রায় ২৯ হাজার।

 

আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত সরকারের সব নির্দেশনা প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *