[english_date]।[bangla_date]।[bangla_day]

স্কুলে ফেরা অনিশ্চিত সরিষাবাড়ী ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি।

 

করোনার মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ। এরই মধ্যে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের সরিষাবাড়ীতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষনা করলেও বন্যার পানিতে নিমজ্জিত ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীর পাঠদান হয়ে পড়েছে অনিশ্চিত।

 

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫টি ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। যমুনার পানি কিছুটা কমলেও বিদ্যালয় গুলো রয়েছে এখনো পানিতে নিমজ্জিত। সরকার চলতি মাসের ১২ তারিখে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার ঘোষনা দিলেও পানিতে নিমজ্জিত থাকা ৩৫ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে পাঠদানের অনিশ্চয়তা। এদের মধ্যে রয়েছে ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দুইটি মাদরাসাও রয়েছে। এসব পানিবন্দি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলে ফেরা অনিশ্চিত বলে মনে করেছেন অনেক অভিভাবকরা।

 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম সাংবাদিকদের জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। ১২ তারিখ থেকে সরকার বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষনা দেন। বন্যায় যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে নিমজ্জিত আছে সেই সব প্রতিষ্ঠান বাদে বাকিসব বিদ্যালয়গুলো পাঠদানের উপযোগী করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *