[english_date]।[bangla_date]।[bangla_day]

সোনাতলা পৌর ভূমি অফিস ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুর রাজ্জাক।

৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ভার্চুয়ালি ভাবে সোনাতলা পৌর ভূমি অফিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে একই দিন তিনি ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনাতলা পৌর ভূমি অফিসের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী অফিসার সুলতান মাহমুদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, অফিস সহকারী রবিন ও আনোয়ার কবর প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পৌর ভূমি অফিসের উদ্বোধনী এ দিনটিতে ভূমি অফিস চত্বরে কয়েকটি বকুল ফুলের চারা রোপন করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *