[english_date]।[bangla_date]।[bangla_day]

সোনাগাজীতে উপজেলা ছাত্রলীগ’র বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সি।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করে।

৪ঠা জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। সেখান থেকে হাজারো নেতাকর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলার পৌর শহরের জিরো পয়েন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর এমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ফেনী জেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মিলন।

এসময় পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, সদরের সভাপতি মিনহাজ উদ্দিন রবিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নবাবপুরের সভাপতি রাহাদ, মঙ্গলকান্দির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, পৌর ছাত্রলীগের আরাপাত জয়, ইকরামুল হক রাকিব, উরফাত ইসলাম বিজয় সহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠানে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *