নিজস্ব প্রতিবেদকঃ

সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৫ বহিরাগত যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোনাগাজী পৌর এলাকার মাঝির দোকান, চরচান্দিয়ার নবী উল্যাহর বাজার এবং চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত দুটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচ জন পরশুরাম উপজেলার, সাত জন ফেনী শহরের বিরিঞ্চির, চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার বাজার থেকে আট জন এবং পাঁচ জন ফুলগাজী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের জন্য বহিরাগত বেশকিছু সন্ত্রাসী জড়ো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ও পুলিশের মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, নুর করিম, নুরনবী, মাসুদ, রিফাত, হিরন, সাইফুল, করিম, নাফিজ, রাহাত, শুভ, নিলয়, কাসেম, জামশেদ, রিপন, সাফাত, রফিক, সুফিয়ান, রায়হান, নজরুল, বাবু, নজরুল, বদরুল, জসিম, দুলাল ও বাসেত।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজাস্ট্রেট লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুটি ইউনিয়নে দু’জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply