নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ডঃ খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, সুন্দরবন আমাদের আশীর্বাদ ও অফুরন্ত সম্পদের উৎস। সুন্দরবনকে সম্পূর্ণ নিরাপদ এবং সুন্দরবনের অর্থনৈতিক কর্মকান্ডকে বেগবান করার জন্য বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ জলরাশিকে সুরতি রাখতে চাই।’
সাতীরা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রিভার ভিউ ঘাটের উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলি বলেছেন খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ডঃ খন্দকার মহিদউদ্দিন পিপিএম (বার)।
০২ জানুয়ারি সকাল ১১ টায় সাতীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মালঞ্চ নদীর তীরে দৃষ্টিনন্দন নৌ পল্টনের উদ্বোধনী অনুষ্ঠানটি বর্ণাঢ্য সাজে সজ্জিত করে মোড়ক উম্মোচন, বেলুন, পায়রা উড়িয়ে এবং ফিতা কাটার মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রিভার ভিউ ঘাট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন পিপিএম (বার) ।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে বিভাগীয় পুলিশ কমিশনার আরো বলেন, এখানে পুলিশের একটা আধুনিক গেষ্ট হাউজ নির্মাণ করা হবে। মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ী নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়াা শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ হওয়ায় দুইটি থানা করার প্রস্তাবনা পাঠানো হবে। সুন্দরবন এলাকায় অর্থনৈতিক বিষয়ে নিরাপত্তার ল্েয পুলিশ বাহিনী সব সময় কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, সাতীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম শ্যামনগর সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
পরে তিনি পশ্চিম সুন্দরবনের কয়েকটি স্থান ভ্রমণ করেন।
ছবি- শ্যামনগর মালঞ্চ নদীর তীরে পুলিশের রিভার ভিউ ঘাট উদ্বোধন করছেন খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ডঃ খন্দকার মহিদউদ্দিন পিপিএম (বার)।
Leave a Reply