[english_date]।[bangla_date]।[bangla_day]

সিলেটের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহনশুরু।

নিজস্ব প্রতিবেদকঃ

এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

পঞ্চম ধাপে উৎসব মুখর পরিবেশে সিলেটের ১৮টি ইউনিয়নে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা জুড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন রয়েছে।

জানা যায়, পঞ্চম ধাপে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট এ দুটি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ঘরনা স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, জমিয়ত, ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র মোট ৫০ জন। সাধারণ সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭জন প্রার্থী।

এদিকে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩জন, সাধারণ সদস্য পদে ৪২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *