নিজস্ব প্রতিবেদকঃ

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।
আজ (২সেপ্টেম্বর) বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন রাজশাহী বিভাগের ১০টি জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে সিরাজগঞ্জ জেলা আই,এ,বি কার্যক রাজশাহী বিভাগীয় বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা সভাপতি এস,এম ইমরান হুসাইন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার’র সঞ্চালনায় অনুৃষ্ঠিত বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় নায়েবে আমির ও বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ আব্দুল হক আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন-এর সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাশাহী বিভাগ) মাহমুদুল হাসান মাহমুদ , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন,কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নূর-উন-নবী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ,জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাঃ মাওঃ আব্দুল্লাহ আল মামুনসহ রাজশাহী বিভাগের অধীনস্থ দশটি জেলার দায়িত্বশীল বৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের আগামী দিনের পথচলার কৌশল ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply