নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা প্রচারণার অফিসে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে নৌকার পোস্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার ভোর রাতে ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাইদের পাড়া গ্রামের আখের আলী মোড়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নির্বাচনি প্রচারনার অফিসে হামলা আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ।
জানা যায়, ৩নং ওয়ার্ড রাইদের পাড়া এলাকা নৌকা পার্থীর নিজ ওয়ার্ড। গত বুধবার (১৫ডিসেম্বর) সকালে স্থানীয় নেতাকর্মীরা মোড়ে এসে দেখতে পান নির্বাচনি প্রচারনা অফিসে দরজার শিকল কাটা। পরে অফিসের ভিতরে গিয়ে দেখেন কে বা কারা পেট্রোল ও কেরোসিন দিয়ে অফিসের নৌকার মার্কার পোস্টার পুড়িয়ে চেয়ার টেবিল এলোমেলো করে রেখেছে।
এবিষয়ে সাবেক ইউপি মেম্বার মহর উদ্দিন জানান, আমাদের অফিস জালাও পোড়াও হয়েছে এ ঘটনায় আমরা লজ্জিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আব্দুর রাজ্জাক স্বপন ভাইকে নৌকা প্রতিক দেওয়ায় আমরা অত্যন্ত খুশি । আমাদের শত্রুরা অফিসে আগুনসহ আমাদের ক্ষতি করা ও উন্নয়নের চেষ্ঠায় ব্যর্থ করার চেষ্ঠা করতেছে তাদের কঠোর বিচার চাই ।
এই ঘটনায় নৌকা প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপন অভিযোগ করে বলেন, বিরোধী প্রার্থীর সমর্থকরা রাতের আধারে আমার নির্বাচনী অফিসের তালা ও শিকল কেটে পেট্রোল ও কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কিছু নেশাগ্রস্থ লোকদের ব্যবহার করে ইতিপুর্বেও আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। শুধু আমাকেই নয়, আমার কর্মীদেরকেউ হুমকি দিয়েছে। উন্নয়নের মার্কা নৌকার প্রার্থী এবং সরকারের একজন কর্মী হয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের দারে দারে ঘুড়ে বেড়াচ্ছি। আমরা কোন প্রার্থীর সাথে খারাপ আচরণ কিংবা তাদেও বিরুদ্ধে কথা বলি না। সকল শ্রেণীর মানুষ এবং প্রশাসনের নিকট এ ঘটনার বিচার চাই। এছাড়ান এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক বলেন , সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply