নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
সভাপতিত্ব করেন চাঁদপুরের জলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এর সঞ্চলনায় আরোবক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. নাছিম আখতার, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হাবিবুল করিম ও সিভিল সার্জন ডা. মো. সখাওয়াত উল্যাহ।
সভায় মন্ত্রী সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জেলার উন্নয়ন কাজ এগিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন।
সভায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মুজমদারসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply