[english_date]।[bangla_date]।[bangla_day]

সরকারি অর্থ ব্যক্তিগত রাস্তা নির্মাণ জুড়ী ফুলতলায় এই নিয়ে মারামারি আহত -১।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জাকির হোসেন জুড়ী মৌলভীবাজার) প্রতিনিধি ।

মৌলভীবাজারের জুুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সাং পূর্ব বটুলী, ৭নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে ঘটনার তারিখ ৩১/১২/২০২১ সকাল অনুমান ৮. ৩০ ঘটিকা সময়৷ আহত মহিলা, দুলাজান বিবির, স্বামী জলিল মিয়া বলেন, একজন ব্যাবসায়ী৷ বিবাদীগণ এলাকায় উশৃংখল বখাটে এবং খারাপ প্রকৃতির লোক হয়৷ বিবাদীগণ আমার প্রতিবেশী৷ বিবাদীদের সহিত আমাদের পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে উক্ত বিষয়ে আমি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের অবগত করিলে তাহারা এলাকায় বিচার সালিশ করে এবং উভয় পক্ষকে আপোষ মিমাংসা করে৷ ১৫/১৬ বছর আগে আমি আমার বাড়ির সীমানার মধ্যে দিয়ে তার কাটার বেড়া দিয়ে বসত বাড়ীতে বসবাস করিয়া আসিতেছে৷ ঘটনার দিন ৩১/১২/২০২১ অনুমান সকাল ৮.৩০ ঘটিকার সময়

১ও ২নং সাক্ষী জুড়ী থানাধীন ৭নং ফুলতলা ইউপিস্হ পূর্ব বটুলী আমার বসত বাড়ীর সীমানায় তার কাটার বেড় মেরামত করার সময় ১নং বিবাদী আমার স্রীর কথাকাটাকাটি হয়৷ কথা কাটাকাটির একপর্যায়ে ১নং বিবাদী শীল জলিল, আমার স্রীর চুলের মুঠি ধরিয়া কিল,ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে৷ ১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীগণ একএিত হয়ে আমার স্রীরকে মারধর করে৷ মারধরের একপর্যায়ে আমার স্রী ১নং সাক্ষীর চিৎকার শুনে ২নং সাক্ষী আগাইয়া আসিলে বিবাদীগণ আমার ছেলেকে এলোপাতাড়ী মারধর করিয়া শীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে৷ ১নং বিবাদী আমার স্রীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাথায় বারি মারিয়া ফুলা জখম করে এবং আমার স্রীর পেটে লাথি মারিয়া গুরুতর জখম করে৷

তখন আমার স্রী চিৎকার করে মাটি পড়িয়া গেলে ২.৩.৪নং বিবাদী( ২) মানিক মিয়া(৩) রফিক মিয়া (৪) রানী বেগম, সর্ব পিতা মৃত আজু মিয়া,আমার স্রীকে বাঁশের লাঠি কাঠের বাটাম দিয়ে এলোপতাড়ী মারধর করিয়া নীলা ফুলা বিবাদীগণ একএিত হয়ে আমার স্রীকে শ্রীলতাহানি করার জন্য তাহার গায়ের জামা কাপড় টানা হেছড়া করে ছিড়ে ফেলে আমার স্রীর শীরের অবস্থা খারাপ দেখিয়া জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায় ডাক্তার বলেন রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *