[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগর প্রেসকাব সদস্য রনজিৎ বর্মন বিভাগীয় পরিবেশ পদক সম্মাননা পেল।

নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগর ঃ

শ্যামনগর উপজেলা প্রেসকাব কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক রনজিৎ বর্মন জাতীয় পরিবেশ পদক ২০২২ এর ব্যক্তিগত পর্যায়ে বিভাগীয় সম্মাননা অর্জন করল। পরিবেশ অধিদপ্তর খুলনা কতৃক ৫ জুন বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন কতৃক এ সম্মাননা প্রদান করা হয়।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা অর্জন করেন। এ ছাড়া তিনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এর পূর্বে তিনি সুন্দরবন বিষয়ক লেখালেখির জন্য সুন্দরবন একাডেমি কতৃক আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে সেরা সাংবাদিকের একজন হিসাবে সম্মাননা অর্জন করেন। উপজেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি শ্যামনগর উপজেলা প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য, শ্যামনগর পাবলিক লাইব্রেরী, জলবায়ু পরিষদ, শ্যামনগর ভূমি কমিটি, লির্ডাস কার্যকরী পরিষদ সদস্য,উপজেলা স্কাউট কমিটি, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সহ অন্যান্য কমিটির সাথে যুক্ত রয়েছেন।

তার এই সম্মাননা প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও শ্যামনগর উপজেলা প্রেসকাবের প্রধান উপদেষ্টা এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাব সভাপতি জি এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, বিশিষ্ট কলামলেখক পাভেপার্থ, বারসিক পরিচালক সুকান্ত সেন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজী,লির্ডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার ,ওয়াইল্ডলাইফ কর্মকর্তা আবু জাফর, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আনন্দবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক আহম্মেদ আরিফ প্রমুখ।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ পদক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

ছবি- সাংবাদিক রনজিৎ বর্মন খুলনা বিভাগীয় কমিশনারের নিকট থেকে জাতীয় পরিবেশ পদক গ্রহণ করছেন।

তাং-৫.৬.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *