[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে ৫শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উপজেলা পরিষদ হল রুমে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার।
অনুষ্ঠানে ৫শত কৃষকের মাঝে বিনা মূল্যে মাথাপিছু ৫ কেজি করে আউশ ধান বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বিনা মূল্যে ধান বীজ বিতরণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক ভূতুর্কি দিয়ে শ্যামনগর ইউপির কৃষক খলিলুর রহমান বাবুকে ৪ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক বিনা মুল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করছেন এমপি জগলুল হায়দার ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *