নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে ‘লিঙ্গ সমতা করি,টেক সই আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার সঞ্চালনায় আদিবাসীদের ভাষা ,সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, সামসের সভাপতি গোপাল মুন্ডা, এনজিও প্রতিনিধি অষ্টমী মালো, সিএসআরএল কর্মকর্তা পিযুজ বাউলিয়া, কারিতাস প্রতিনিধি সাগরিকা, পরিত্রান কর্মকর্তা নয়ন গাইন প্রমুখ।
ছবি- শ্যামনগরে সামসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।
রনজিৎ বর্মন
Leave a Reply