নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর শীতলখোলা সার্বজনীন মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী প্রনবমঠের মহারাজ বৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যাংক দেবহাটা শাখার ম্যানেজার বিষ্ণু পদ মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জয়দেব বিশ^াসের সঞ্চালনায় সভায় মন্দিরচত্তরে আশ্রম নির্মান সহ অন্যান্য বিষয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতসেবা আশ্রম বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী সংগীতানন্দ মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রনব মঠের মহারাজ শ্রী মহিমানন্দ মহারাজ ও মাদারীপুর কলাগাছি বাজিতপুর আশ্রমের মহারাজ শ্রী শ্যামল মহরাজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস, প্রভাষক সমীর রঞ্জন গায়েন, প্রধান শিক্ষক অনাঙ্গ মন্ডল, শিক্ষক সঞ্জিত দাস, প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, দেবাশিষ মালো, সুকুমার বিশ^াস, বিকাশ ঘোষ প্রমুখ।
ছবি- শ্যামনগরে নকিপুর শীতলখোলা মন্দিরে মতবিনিময়সভায় বক্তব্য রাখছেন ভারতসেবা আশ্রম বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী সংগীতানন্দ মহারাজ।
Leave a Reply