[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে মোবাইলকোর্টে ৪৭২৫ কেজি ভেজাল মধু চুনকুড়ি নদীতে।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে র‍্যাবের অভিযানে ৪হাজার ৭২৫কেজি ভেজাল মধু আটক করা হয়েছে। আটককৃত মধু মোবাইলকোর্টে চুনকুড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

 

অভিযানে বাজার সংলগ্ন শেখ সোহরাব হোসেনের বাড়ী থেকে ৯৭টি ড্রাম ও মেসার্স ভাই ভাই ট্রেডাস এর স্বত্তাধীকারি নজরুল ইসলামের দোকান থেকে ৮টি ড্রামে ভেজাল মধু আটক করেন। এ সময় শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী মোবাইলকোর্ট পরিচালনা করে মায়েরদোয়া এন্টার প্রাইজের স্বত্তাধীকারি রাশিদুল ইসলাম কে ৫০ হাজার ও ভাই ভাই ট্রেডাস এর স্বত্তাধীকারি নজরুল ইসলাম কে ২৫ হাজার টাকা সহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‍্যাব ৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইসতিয়াক হোসেন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন প্রমুখ। পরে ভেজাল মধু জনসম্মুখে নিকটবর্তী চুনকুড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদনহীন ও মানহীন মধু আটক করা হয়। উপজেলা প্রশাসন , র‍্যাব, বিএসটিআই এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

ছবি- শ্যামনগরে র‍্যাবের অভিযানে ৪হাজার ৭২৫কেজি আটককৃত ভেজাল মধু চুনকুড়ি নদীতেিবিনষ্ট করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *