[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে বাল্য বিবাহ বন্ধের গুরুত্বারোপ করে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ,উপজেলা পরিষদ এবং ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে ১১ অক্টোবর সোমবার সকালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়।

 

উপজেলা পরিষদ হল রুমে ধমীর্য় নেতা ইমাম, কাজী ও বিবাহ নিবন্ধকদের উপস্থিতিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবযাত্রা, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর শ্যামনগর ও কালিগঞ্জের অপারেশনস ম্যানেজার আশিক বিল্লাহ। শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিভিন্ন দিক সম্পর্কে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেনটেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সোশাল ইনক্লুশন স্পেশালিস্ট প্রনতি বেরোনিকা কস্তা ।

 

শ্যামনগর উপজেলার বাল্য বিবাহের বর্তমান পরিস্থিতিতে শংকিত হয়ে, উপজেলার সকল কন্যা শিশুদের সুরক্ষা ও বাল্য বিবাহ বন্ধের জন্য আবেদন জানিয়ে সকল শিশুদের পক্ষে বক্তব্য রাখেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী অতুসী আলম। তিনি বক্তব্যে বলেন আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে কিশোরী মেয়েদের গুরুত্ব, শক্তি এবং সম্ভাবনার বিষয়গুলোকে স্বীকার করে তাদের জন্য আরও সুযোগ তৈরী করে দিতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকার ২৫ জন ইমাম ও কাজীগন এবং উপস্থিত অন্যান্যরা একমত পোষণ এবং শপথ করেন যে সকলে বাল্য বিবাহ বন্ধে কাজ করবেন ও বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলার সাথে সমন্বয় করবেন। একই সাথে কাজী ও ইমামগন প্রতিশ্রুতি বদ্ধ হন যে কেউই বাল্য বিবাহ পরিচালনা করবেন না।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিৎ। শুধু সরকারী দপ্তরের পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা।

ছবি- শ্যামনগররে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *