[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে জলবায়ু সহনশীল কমিউনিটি উন্নয়নে ভূমিকার জন্য যুবদের সম্মাননা ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার আয়োজনে ভিএসও ইন বাংলাদেশের সহযোগিতায় গ্রামীণ হোটেল কনফারেন্স রুমে জলবায়ু সহনশীল কমিউনিটি উন্নয়নে স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্বারক প্রদান ও পুরষ্কৃত করা হয়।

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম ও মোঃ আলিমুজ্জামান বিভিন্ন যুব কাব সদস্যবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, জলবায়ু সহনশীল কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভিন্ন যুব কাবের মধ্য হতে শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন কাব সভাপতি সুফিয়া খাতুন, জাওয়াখালী যুব সংঘ সভাপতি সন্দীপ কুমার গায়েন ও হাটছালা একতা যুব সংঘের সম্পাদক ভবতোষ বৈরাগীকে পুরষ্কৃার সহ সম্মাননা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে নকশীকাঁথার উদ্যোগে কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রদান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *