[english_date]।[bangla_date]।[bangla_day]

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি প্রতিনিধি:

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র শুভ জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে প্রতিবারের ন্যায় এ বছরেও শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের মধ্যটিলা হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ নৌকা বাইচ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশীদ-রশীদ, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর প্রমূখ।

 

এসময় অন্যান্যদের মধ্যে এডভোকেট মোঃ মামুনুর রশীদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি এমপি দীপংকর তালুকদার বিশেষ অতিথিদের নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২০১৭ সাল থেকে প্রতি বছর ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *