[english_date]।[bangla_date]।[bangla_day]

শাহপরীর দ্বীপে বালি উত্তোলনে দ্বীপবাসী আতঙ্কিত,দ্রুত বন্ধের দাবিতে মানববন্ধন!

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে গত ০৯-১২-২০২১ ইং থেকে রাত-দিন চব্বিশ ঘন্টা ধরে বালু উত্তোলন করা হচ্ছে। চরে ড্রেজার বসিয়ে এসব বালু উত্তোলন করা হচ্ছে।সাবরাং অর্থনৈতিক জোনে মাটি ভরাটের জন্য এসব বালু উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দারা চরের বালু উত্তোলনের প্রতিবাদে শনিবার বিকালে শাহপরীর দ্বীপ পশ্চিমের বেড়িবাঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবরাং অর্থনৈতিক জোনে মাটি ভরাটের জন্য শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া সংলগ্ন নাফনদীর ঘোলার চর সম্মুখভাগ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারে সঙ্গে বড় পাইপ সংযোগ স্থাপন করে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে সাবরাং অর্থনৈতিক জোনে এসব বালু দিয়ে ভরাট করা হচ্ছে। চায়না হারবার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবরাং অর্থনৈতিক জোনে মাটি ভরাটের জন্য নাফনদী বেড়িবাঁধের অতিনিকটে ড্রেজার বসিয়ে যেভাবে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে তাতে অচিরেই শাহপরীর দ্বীপ হুমকির মুখে পড়বে। তারা দ্বীপের দূরবর্তী স্থান থেকে বালু উত্তোলনের পরিবর্তে নিকটবর্তী স্থান থেকে চরের বালু উত্তোলন করায় যেকোন সময় ভাঙ্গনে দ্বীপটি বিলিন হয়ে যেতে পারে।

দ্বীপের নিকটবর্তী চর থেকে বালু উত্তোলনের প্রতিবাদে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধে হাজার হাজার জনতার উপস্থিতিতে একটি প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এতে দ্বীপবাসী তাদের এলাকার নিকটবর্তী চর থেকে বালু উত্তোলন বন্ধের দাবিসহ দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জাহেদ হোসেন স্যার জানান, প্রধানমন্ত্রীর কয়েকশ কোটি টাকার একাধিক প্রকল্প শাহপরীর দ্বীপ রক্ষায় বাস্তবায়নাধীন রয়েছে। অথচ সেই শাহপরীর দ্বীপকে হুমকিতে ফেলে চর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অবিলম্বে দ্বীপের চর থেকে বালু উত্তোলন বন্ধে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, আমাদের এলাকা কোনভাবে ক্ষতিগ্রস্থ হতে দেয়া যায়না। কারো বালু দরকার হলে দ্বীপের দূরবর্তী স্থান থেকে নিতে পারে। কিন্তু চর কেটে এভাবে বালু উত্তোলন আমরা মেনে নেবনা।

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, অর্থনৈতিক জোনে যে পরিমাণ বালু দরকার তা শাহপরীর দ্বীপ চর থেকে নেয়া হলে দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে দ্বীপ পর্যটক জেটির খুব কাছ থেকে বালু উত্তোলন করার ফলে প্রথম প্রভাবে জেটিটি ধ্বসে পড়তে পারে। এ বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় কলেজ ছাত্র আব্দুল বাসেদ বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের যে স্থানে ডুবোচর সৃষ্টি হয়ে প্রতিবছর সেন্টমার্টিন নৌযান চলাচলে বাঁধার সৃষ্টি হয় সেখান থেকে বালু উত্তোলন করা হলে একদিকে নদী খননের মাধ্যমে নৌ চলাচলের রাস্তা হবে অন্যদিকে অর্থনৈতিক জোনের বালুর চাহিদাও মিটবে।

শাহপরীর দ্বীপ চর থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জাহেদ হোসেন স্যার, সাবরাং ইউনিয়নের মেম্বার রেজাউল করিম রেজু, আব্দুল মান্নান, সাবেক মেম্বার মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ বিভিন্ন প্রতিষ্টান প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *