[english_date]।[bangla_date]।[bangla_day]

শালিখায় শীত নিবারণে পুরাতন কাপড়েই ঝুঁকছে মধ্যবিত্তরা।

নিজস্ব প্রতিবেদকঃ

শালিখা (মাগুরা) প্রতিনিধি

চলছে শীতের মৌসুম কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। কনকনে ঠান্ডায় মানুষ নির্জীব, বেলা বের না হওয়া পর্যন্ত কাজে চলছে ধীরগতি। করোনাকালীন এই পরিবেশে অর্থসংকটে অধিকাংশ মানুষ তাইতো শীত নিবারণে শালিখায় বিভিন্ন ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। উপজেলার পুরাতন কাপড় বিক্রয়ের জন্য খ্যাত উপজেলা সদরের আড়পাড়ার পুরাতন মার্কেট যেখানে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা সহ সকল মানুষের কাপড় পাওয়া যায় সুলভ মূল্যে। সপ্তাহে শনি ও বুধবারের হাটে দেখা যায় উষ্ণ কাপড় ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে বিক্রয় করা হয় মাফলার-৫০, কানটুপি-২০, চাদর-১০০, ট্রাউজার-৬০, জেকেট-১০৯ সহ শীত নিবারণের বিভিন্ন উষ্ণ কাপড়। পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, যশোর থেকে আনা হয় এ সব কাপড়। এমনি একজন কাপড় বিক্রেতা মাসুদ রানার সাথে কথা বললে তিনি জানান, কোরোন পূর্ববর্তী সময়ে ডাকবাংলো মার্কেটে কাপড় বিক্রি করতাম মার্কেটটি যুগ যুগ ধরেই পুরাতন কাপড় বিক্রয়ের জন্য সেরা ছিল বর্তমানে পুরাতন কাপড় বিক্রয়ের জন্য আড়পাড়া ঈদগাহ মার্কেট নির্বাচন করায় অনেক ক্রেতাই এখানে আসতে পারে না ফলে বিক্রি একটু কম হয়। কাপড় ক্রয় করতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কম মূল্যে মোটামুটি একটু ভালো কাপড় পাওয়া যায় এখানে তাই নিজে ও পরিবারের সদস্যদের শীত নিবারণ করতে প্রায়ই আসি এখানে। মার্কেটাকে আরো একটু সম্প্রসারণ করে স্থায়ী মার্কেট করে দিলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ স্বল্পমূল্যে ভালো কাপড় ক্রয় করতে পারবে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *