[english_date]।[bangla_date]।[bangla_day]

শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত- ৪।

নিজস্ব প্রতিবেদকঃ

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

 

মাগুরার শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১৪-১১৪৬ যশোর থেকে মাগুরা উদ্দেশ্যে ছেড়ে শালিখা উপজেলার রামকান্তপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শালিখা উপজেলার শতখালি গ্রামের আনসার সরদারের মেয়ে নাজমা খাতুন ( ৩০) একই উপজেলার দীঘল গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী ছহিরণ বেগম (৫৫) শতখালি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস(১৪) এবং গাড়িরটির হেলপার মামুন মিয়া। ঘটনাটা শোনামাত্রই শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন,শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহবুবসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মাগুরা ফায়ার সার্ভিসের উপ -পরিচালক মাসুদ সরদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে নিহতদের উদ্ধার করে। মাগুরা হাইওয় থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *