নিজস্ব প্রতিবেদকঃ

শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের জন্মদিন পালন করা হয়েছে। আজ শনিবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণ এর মাধ্যমে এ জন্ম দিন পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে,সাধারণ সম্পাদক আরোজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃন্দ। এসময় উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে বলেন, ড. শ্রী বীরেন শিকদার আমাদের অভিভাবক,তিনি মাটি ও মানুষের জন্য কাজে করেন। আজ তার শুভ জন্মদিনে আমি তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
Leave a Reply