নিজস্ব প্রতিবেদকঃ

শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার, শালিখায় কৃষকলীগ নেতা তৈয়ব আলীর(২৭) উপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তৈয়ব আলী উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭ টায় আহত তৈয়েব আলী শালিখা উপজেলার দেওয়াডাঙ্গা গ্রাম থেকে নিজ গ্রাম কাঠোরে যাওয়ার পথে শরশুনা নামক গ্রামে পৌঁছালে আকস্মিকভাবে কয়েকজন যুবক তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সে জ্ঞান হারিয়ে ফেলে পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত তৈয়েব আলীর ভাই রশিদ জানান, আমি গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, আমার বড় ভাই মালটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমরা বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি এবং আমাদের উপর বারবার হামলা চালানো হচ্ছে তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply