নিজস্ব প্রতিবেদকঃ

মেহেদী হাসান,যশোর শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শার পল্লীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জলিল মোড়ল (৩৫), সাত্তার আলী বিশ্বাস (৩৭) চিন্টু হোসেন (৩০)ও হাসান মন্ডল(২৮) নামে চার জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
বুধবার(২৫ আগষ্ট) রাত ১০.৩০ সময় উপজেলার খলসীবাজার টু গোগা বাজার গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) এলাকার পাঁকা রাস্তার উপর হতে এ মাদক সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আবুল বাসারের ছেলে হাসান মোড়ল,হাসান আলী মোড়লের ছেলে আঃ জলিল মোড়ল,গোলাম হোসেনের ছেলে সাত্তার আলী বিশ্বাস ও জামাল উদ্দীনের ছেলে চিন্টু হোসেন।
ডিবি জানায়,মাদক পাচারের গোপন খরবে জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটি চৌকস টিম শার্শা থানাধীন পাঁচভুলাট সাকিনস্থ খলসীবাজার টু গোগা গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত এ চার মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০,০০০/= (দুই লক্ষ দশ হাজার) টাকা।
ডিবি আরো জানায়,গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply