নিজস্ব প্রতিবেদকঃ

শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নাজিরুল, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজ কুমার দেবনাথ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত রাজ কুমার দেবনাথ বগুড়া আদমদীঘির সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামের বাদল কুমার দেবনাথের ছেলে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সাজাপুর টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রাজ কুমার দেবনাথ সান্তাহার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর টিএমএসএস পাম্পের সামনে একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Leave a Reply