[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দিকুর রহমান স্থানীয়দের দেয়া তথ্য মতে জানান, বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের বাম পাশে দিয়ে হেটে যাচ্ছিলেন ঐ পথচারী। এসময় বাম পাশে দিয়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের ওভারটেক করতে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যু পথচারীর লাশটি ফায়ার সার্ভিসের পক্ষে লাশটি ব্যাগে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, অজ্ঞাতপথচারী লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। সেখানে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ক১৪৬৬৫১) নয়মাইল এলাকায় থেকে আটক করা হয়েছে, বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *