[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতা হোসেন আলী আবারো ছুরিকাহত।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব হোসেন আলীকে (৪০) আবারো উপুর্যপুরি ছৃুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় বারের মত তার উপর এই হামলা করা হলো। এতে করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় প্রাণনাশের ঘটনা ঘটতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা বেতগাড়ী বাইপাস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলার বেতগাড়ী লিচুতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে একদল দূর্বৃত্ত মটরসাইকেল বহর নিয়ে হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে স্ত্রী-সন্তানদের জিম্মি করে ওয়াশরুমে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এঘটনায় বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তার দুই ছেলে এবং বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন আলীসহ এজাহার নামীয় ১৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আবারো তার উপর হামলা চালিয়ে হাতের রগ ও মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। পূর্বে যারা হামলা চালিয়েছিল এবারো তারাই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আহত হোসেন আলীর স্বজনেরা।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল জানান, হোসেন আলীর ডান হাতের রগ কাটা হয়েছে এবং মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। এছাড়া শরিরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়েছে। এঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রভাব বিস্তার ও বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *