[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঝিড়া ইউপিতে নৌকার বিজয়ে নির্বাচনী বর্ধিত সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ নির্বাচনী বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাঝিড়া মডেল উচ্চ বিদ‍্যালয়ে এ বর্ধিত সভা করা হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন ছান্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, আলমগীর হোসেন স্বপন, আব্দুল খালেক মাস্টার, ফরিদুল ইসলাম মুক্তা, নাছির উদ্দীন বাবলু, ফজলুল হক মোল্লা, ইমরান হোসেন, জহুরুল ইসলাম খোকন, জিয়াউল হক জুয়েল, মনির হোসেন ময়না, আফজাল হোসেন বাচ্চু, আসাদুজ্জামান লিটন, বাদশা আলমগীর, তারেক হোসেন সুমন, রাশেকুজ্জামান রাজন, আরিফুল ইসলাম শাওন, আবুল কালাম আজাদ ঠান্ডা, নুরুন্নবী তারেক, ইমাম হোসেন, সাজু আহম্মেদ সহ ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ। অতিথিরা বক্তব্যে বলেন, গতবারের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন বাবলু স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নুরুজ্জামানকে সমর্থন দিয়েছেন। তাই নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলে মিলে কাজ করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *