নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের চশমা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার নয়মাইল বন্দরে নির্বাচনী প্রচার প্রচারণার লক্ষ্যে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান।
মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাক্তার বেলাল হোসেন, ডাক্তার হেলাল উদ্দিন, হলি হেরা স্কুলের পরিচালক আব্দুল হালিম, মাওলানা আরিফ, আব্দুল মবিন, নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল ওহাব, রাসেল, শহিদুল্লাহ, ফিরোজ আহমেদ, মাওলানা আরিফ, মাওলানা আল আমিন, সহ অত্র এলাকার ভোটারবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে বিশেষ দোয়া অন্তে এক মোটরসাইকেল বহর নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় র্যালী প্রদক্ষিণ করে। অনুষ্ঠান চলাকালীন সময়ে ইসলামিক সংগীত পরিবেশন করেন ছাত্রনেতা জোবায়ের।
Leave a Reply