[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত-২০১৩ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার ৭নং ওয়ার্ডের সভাপতি সেলিম হোসেন খান বকুল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সমিতির সভাপতি ঠাকুর দাস, সহকারি শিক্ষিকা হালিমা পারভীন, হোসনে আরা বিউটি, আর্জিনা খাতুন, মাহবুবা রায়হানা, আরিফা জান্নাত, শায়লা শারমীনসহ কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হোসনে আরা স্মৃতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *