[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে ২জন রোহিঙ্গা আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে ২জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

 

আটক ওই ২জন রোহিঙ্গার নাম হলো- সেতুফা বেগম (১৮) ও আনস (২২)। তারা সর্ম্পকে মামাতো ভাই ও ফুপাত বোন।

 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দহগ্রাম থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করেন।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, আটক ওই দুই রোহিঙ্গা সেতুফা বেগম (১৮) ও আনস (২২) কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সাথে থাকেন। আনসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২দিন আগে কক্সবাজার হতে লালমনিরহাটের পাটগ্রামে আসে তারা। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন। ওই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

 

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *