[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে পাঁচবার পরাজিত হবির কপাল খুলল ষষ্ঠবারে।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিবুর রহমান ওরফে হবি (৬৬)। কিন্তু একবারও জয়ের দেখা মেলেনি তার। অবশেষে ষষ্ঠবারে এসে তার কপাল খুলল। আসন্ন উপ-নির্বাচনে এলাকাবাসী সবাই মিলে তাকে ওয়ার্ডের একক প্রার্থী করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ওয়ার্ডে তিনিই একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন হাবিবুর রহমান ওরফে হবি।

 

হাবিবুর রহমান ওরফে হবি সাংবাদিকদের বলেন, কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। পাঁচবার নির্বাচন করার পর আমি ষষ্ঠবার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছি। এর আগের প্রতি নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছি।

 

গত ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহী বাবুল। তিনি গত আগস্ট মাসে মারা যাওয়ার পর ওই পদে ২৮ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ রাখা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *