[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে ইউটিউব চ্যানেল মন্দিরা’র শুভ উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাট প্রতিনিধি:

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের সূর্যমুখী ক্যাফেতে মন্দিরা লালমনিরহাটের আয়োজনে ‘সুস্থ সংস্কৃতি সুন্দর মন’ শ্লোগান নিয়ে গ্রাম বাংলার সুস্থ সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে ইউটিউব চ্যানেল মন্দিরা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন মন্দিরা লালমনিরহাটের সভাপতি শামীম আহমেদ। বক্তব্য রাখেন মন্দিরা লালমনিরহাটের নির্বাহী পরিচালক প্রদীপ রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের সহসম্পাদক ও ইউএনডিপি লালমনিরহাট জেলা ব্যবস্থাপক মোহাম্মুদুল হক, একাত্তর টেলিভিশন প্রতিনিধি উত্তম কুমার রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সভাপতি মজিবর রহমান প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিকিল শ্যাম, রফিকুল ইসলাম রফিক, অমল রায়, হিতৈষী রায়, রাজু, সুমন রায়হান, সুজন চক্রোবর্তী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ইব্রাহিম সরকার, কাব্য রাসেল, ফারুক আহমেদ সূর্য প্রমুখ। এ সময় কবি, সাংবাদিক, শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম লালমনিরহাট ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *