[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চতুর্থ দফার এই নির্বাচনে যেমন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করেছে প্রশাসন। প্রতিটি ইউনিয়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রটের একটি করে ভ্রাম্যমান টিম টহল দিচ্ছে। সাথে ছিলো পুলিশ ও বিজিবির ট্রাইকিং ফোর্স। ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আনসার সদস্য।

রবিবার (২৬ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন।

প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। তারা এখন পর্যন্ত জানিয়েছেন, প্রায় ৫০ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *