[english_date]।[bangla_date]।[bangla_day]

লাইছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি(রাঙ্গামাটি)­প্রতিনিধি-বিলাইছড়িতে­ র‍্যালীও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি র‍্যালী বের করে শিল্প কলা প্রাঙ্গণে এসে শেষ করা হয়।

এবং পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মিজানুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা)উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা.রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীব চাকমা এবং উপস্থিত ছিলেন আরো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

বক্তারা বলেন, জবাব দিহিতামূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তথ্য অধিকার আইন।কেউ জানতে চাইলে বা তথ্য চাইলে তাকে অবশ্যই তথ্য দিতে হবে এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।তাই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে দিবসটি পালন করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস এবং সঞ্চালনা করেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *