নিজস্ব প্রতিবেদকঃ

।
স্টাফ রিপোর্টারঃ-
ধর্মের নামে গুজব , হুজুগ, দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা শাখা।
১০ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে জেলা সভাপতি জামাল হোসেন সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,মোঃ রাকিব আল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি,শাহ্জাহান কামাল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ,মোঃ রুহুল আমিন মাস্টার, লক্ষ্মীপুর জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি,মোঃ জাকির হোসেন ভূঁইয়া আজাদ। হেযবুত তওহীদ চট্টগ্রাম বিভাগের সহকারী আমির, রাজু আহমেদ। লক্ষ্মীপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হুজুগ,গুজব , দাঙ্গা উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে হেযবুত তওহীদের ভূয়সি প্রসংসা করেন জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply