[english_date]।[bangla_date]।[bangla_day]

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আতিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার।

 

গত (০৮ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাধাইনগর গ্রামস্থ জৈনক হাজী মোঃ মোসলেম উদ্দিন এর এম এম বি ইট ভাটার সামনে শিংগাড়ী গামী কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৮১০/-(আটশত দশ) টাকা জব্দ করে।

 

গ্রেফতারকৃত আসামী ১। শ্রী রতন বসাক(২২), পিতা-শ্রী বিমল চন্দ্র বসাক, সাং-মাধাইনগর, থানা- তাড়াশ ২। মোঃ মাহমুদুল হাসান(৩৩), পিতা- মোঃ ইয়াকুব হোসেন, সাং- এরান্দহ মধ্যেপাড়া, থানা-সলঙ্গা ৩। মোঃ মনিরুজ্জামান তালুকদার(৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাং-নলকা কায়েমগ্রাম, থানা-সলঙ্গা, উভয় জেলা- সিরাজগঞ্জ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

 

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *