[english_date]।[bangla_date]।[bangla_day]

রূপসা ফুড ব্যাংক অসহায় মানুষের পাশে।

নিজস্ব প্রতিবেদকঃ

রূপসা ফুড ব্যাংক অসহায় মানুষের পাশে

 

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, খুলনা।

 

 

খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সামাজিক সংগঠন “রূপসা ফুড ব্যাংক” ও নৈহাটি গোডাউন মোর দোকানদার’দের সহায়তায় একজন দিনমজুর ব্যক্তিকে নগদ টাকা,টিশার্ট ও একটি মাছ ধরা জাল উপহার দেওয়া হয়। উক্ত ব্যাক্তি বাগেরহাট জেলার বাদাল বাজার থেকে দিনমজুর কাজ খুজতে আসা এক ব্যক্তি পাঁচ দিন যাবত কোনো কাজ না পেয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে, খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গোডাউন মোড় এসে মাথা ঘুরে পরে যায়। এ দিকে রূপসা ফুড ব্যাংক ও গোডাউন মোড় দোকানদার’দের উদ্যোগে তাকে খাবার দিয়ে একদিন রেখে সুস্থ করে তুলেন। উক্ত অসহায় মানুষ কে রূপসা ফুড ব্যাংকের সহায়তায় একটি মাছ ধরা জাল ও নগদ কিছু টাকা প্রদান করে তার গন্তব্যে পৌঁছে স্থানে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উক্ত ব্যাক্তি পাঁচ দিন আগে বাগেরহাট জেলার বাদাল এলাকা থেকে তিনি কাজের জন্য একটি ঝুড়ি,একটা কোদাল আর ১৫০ টাকা নিয়ে ফকিরহাট আসেন বয়সের জন্য হয়তো তাকে কেউ কাজে নেয়নি বলে জানাজায়, তিনি ফকিরহাট থেকে হেটে হেটে কাজদিয়া আসলে কেউ একজন তাকে রূপসা বা তার আসপাশে কাজ পাবে বলে আশা দিয়ে পাঠিয়ে দেয়। এখানে এসেও কোনো কাজ না পেয়ে, পকেটে টাকা শেষ হওয়ার কারণে কিছু না খেতে পেরে শরীর ক্লান্ত হয়ে পরে যায়,তখন নৈহাটি গোডাউন মোড় দোকানদার’দের সহায়তায় ও রূপসা ফুড ব্যাংকের সহায়তা সুস্থ হয়,পরে সে নগদ অর্থ নিতে না চাওয়ায় তার কথামতো তাকে একটি মাছ ধরা জাল কিছু নগদ টাকা ও একটি টিশার্ট দেওয়া হয়। রূপসা ফুড ব্যাংক ও রূপসা গোডাউন মোড় বাজার দোকানদারদের সহয়তা পেয়ে ভিষন খুশি মনে বাড়ীতে ফিরেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *