[english_date]।[bangla_date]।[bangla_day]

রুহিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ১ ।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

রুহিয়ায় নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে ১ ব্যক্তি নিহত ও পুলিশসহ নির্বাচনের দায়িত্বে থাকা কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর রোববার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের ১৩নং দক্ষিন আসানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উক্ত ঘটনা ঘটে। ঘটনা স্থলে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৬৫)। উক্ত হামিদুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত- তছির উদ্দীনের ছেলে । আহত ব্যক্তিরা পার্শ্ববর্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া বক্তব্য অনুযায়ী ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে একদল লোক রাস্তা অবরোধ করে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এমতাবস্থায় উক্ত কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার তৌকির আহমেদের নির্দেশে পুলিশ গুলি চালালে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তারিখ: ২৭/১২/২০২১ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *