নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাট মোরেলগঞ্জ প্রতিনিধি ।
মোঃগালিব খান ।
মোরেলগঞ্জ উপজেলায় ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা ও কুমারখালি খালের উপরের নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এই ব্রিজটি দিয়ে দুটি গ্রামের মিলন রয়েছে।প্রতিদিন এ ব্রিজ থেকে পারা পার করে শতো শতো মানুষ।এ ব্রিজটি দিয়ে রয়েছে পাচ টি প্রতিষ্ঠানের যোগা যোগ,ব্রিজের সামনেই রয়েছে জামে মসজিদ,প্রাইমারি ইস্কুল, পোস্টাপিস, কমিউনিটিনিক ক্লিনিক,হাফিজি মাদ্রাসা এ ব্রিজ দিয়ে চলা চলহয় প্রতিদিন শতো শতো মানুষ।তাই এলাকা বাসির দাবি অতি শিগ্রহি ব্রিজ নীর্মান করার।এব্রিজ দিয়ে রয়েছে সাধারন মানুষের হাট বাজরের জাবার সু ব্যবস্তা,ব্রিজের পূর্বো পাসের একটি অংশো ডেবে পরায় এ দূর্ভোগ বলে জানান এলাকা বাসি।
Leave a Reply