[english_date]।[bangla_date]।[bangla_day]

রামগড়ে আইসিভিজিডি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মোজাম্মেল হোসাইন

রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয় অধিদপ্তরের বাস্তবায়িত আইসিভিজিডি-২য় পর্যায় শীর্ষক অবহিতকরণ সভা বৃহষ্পতিবার(৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। জিওবি ও বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি। হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ ব্যবস্থাপক মোসাম্মৎ মাহমুদা আক্তারের পরিচালনায় অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *